পাট জাগ দেওয়ায় শুরু হয়েছে মাছের মরক, চিন্তায় চালতিয়া বিলের মৎস্য চাষিরা - G Tv { Go Fast Go Together)
পাট জাগ দেওয়ায় শুরু হয়েছে মাছের মরক, চিন্তায় চালতিয়া বিলের মৎস্য চাষিরা

পাট জাগ দেওয়ায় শুরু হয়েছে মাছের মরক, চিন্তায় চালতিয়া বিলের মৎস্য চাষিরা

Reported By : Binay Roy
১ লা আগস্ট , মঙ্গলবার, পাট জাগ দেওয়ায় শুরু হয়েছে মাছের মরক, চিন্তায় চালতিয়া বিলের মৎস্য চাষিরা। গত বছরের মতো এবারেও মাছের মরক শুরু হয়েছে বহরমপুরের চালতিয়া বিলে। আর এই মাছের মরকের মূল কারণ হিসাবে দেখছেন, বিলে পাট জাগ দেওয়ার ফলে বিলের জলে পচা পাটের গন্ধ। আর সেই গন্ধে বিলের মাছ অক্সিজেনের অভাবে মরতে শুরু করে। ইতিমধ্যে চাল দিয়া বিলে অসংখ্য পাট জাগ দেওয়া হয়েছে। ভাকুড়ি মৎস্যজীবী সমবায় সমিতির সম্পাদক বিনয় হালদার জানিয়েছেন, গত বছর ২ রা আগস্ট চালতিয়া বিলে পাট জাগ দেওয়ার ফলে কয়েক কোটি টাকার মাছ মারা যায়। তারফলে প্রায় ৬ মাস সমিতির মৎস্য চাষিদের রুজি রোজকার বন্ধ হয়ে যায়। এবারও তাদের সেই আশঙ্কা রয়েছে। আর তার জন্যই আগে থেকে এলাকায় মাইক দিয়ে প্রচার করেন এবং বিলের চারিধারে ফেস্টুন ব্যানার টাঙিয়ে পাট জাগ দিতে নিষেধ করা হয়েছে।

পাট চাষীদের বারবার অনুরোধ করা হয়েছে এই বিলে তারা যেন পাট জাগ না দেয়। বারবার নিষেধ সত্বেও এলাকার পাট চাষীরা কোন কর্ণপাত না করেই চালতিয়া বিলে পাট জাগ দিচ্ছে। তিনি আরো বলেন, গত দুদিন ধরে বিলে বেশ কিছু মাছের মড়ক শুরু হয়েছে। এখনই যদি কোন ব্যবস্থা না নেওয়া হয় তাহলে গত বছরের মত এবারও মৎস্য চাষীদের বড়সড় লোকসানের মুখ দেখতে হবে। এই সমিতির প্রায় ৭১ জন সদস্য রয়েছে। আর এই বিলের উপর নির্ভর করে বেঁচে আছে প্রায় ১০০ টি মৎস পরিবার। তাই সমস্ত পাট চাষীদের কাছে তাদের অনুরোধ, এই মৎস্যজীবী পরিবারের কথা ভেবে পাট চাষিরা যেন এই বিলে পাটের জাগ না দেয়। এমনকি তারা এও জানিয়েছে দুই একদিনের মধ্যে তারা জেলা প্রশাসনের কাছে লিখিতভাবে আবেদন জানাবেন পাট চাষিরা যেন কোন ভাবেই এই বিলে আর পাট জাগ দিতে না পারে। অবিলম্বে পাট জাগ দেওয়া বন্ধ করতে হবে।

Leave a Reply

Translate »