Reported By : Binay Roy
২৮ শে নভেম্বর, সোমবার, নদীয়ার তৃণমূল নেতা মুর্শিদাবাদে এসে খুন হওয়ার ঘটনায় দোষীদের গ্রেপ্তারে খুশি নয় মৃত তৃণমূল নেতার স্ত্রী ও পরিবারের লোকজন। সোমবার দুপুরে নদীয়ার করিমপুরে খুন হয়ে যাওয়া তৃণমূল নেতা মতিরুল শেখের পরিবারের লোকজন মুর্শিদাবাদ জেলা পুলিশ সুপারের অফিসে আসেন অভিযোগ পত্র নিয়ে। এদিন তারা জেলা পুলিশ সুপারের অফিসে এসে অভিযোগ জানানোর দপ্তরে একটি অভিযোগপত্র জমা দেন। মৃত তৃণমূল নেতার স্ত্রী ও পরিবারের লোকজন জানিয়েছে, মতিরুল সেখ খুন হওয়ার পরে পরিবারের তরফ থেকে দশ জনের নামে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছিল। এই লিখিত অভিযোগের ভিত্তিতে পুলিশ কোনো কাজ করছে না। আর যাদের পুলিশ গ্রেফতার করেছে অভিযোগপত্রে তাদের নাম নেই। পুলিশ যাতে অভিযোগপত্র অনুযায়ী সঠিক তদন্ত করে তার জন্যই তারা জেলা পুলিশ সুপারের উদ্দেশ্যে চিঠি লিখে অভিযোগ জানানোর দপ্তরে জমা দেন।