পূর্ণ বয়স্ক বাঘরোল উদ্ধার ও সচেতনতা বার্তা - G Tv { Go Fast Go Together)
পূর্ণ বয়স্ক বাঘরোল উদ্ধার ও সচেতনতা বার্তা

পূর্ণ বয়স্ক বাঘরোল উদ্ধার ও সচেতনতা বার্তা

অভিজিৎ হাজরা,বাগনান, হাওড়া :-

বাগনান থানার নুন্টিয়া গ্রামে অরবিন্দ হাজরার বাড়ির মুরগির খামারের পাশে বাথরুমে একটি পূর্ণবয়স্ক পুরুষ বাঘরোল আশ্রয় নেয়। সকালে বাড়ির লোকেরা বাথরুমে ঢুকবার সময় বাঘরোলের গোঙানির আওয়াজে ভয় পেয়ে যান। গ্রামে খবর ছড়িয়ে পড়তেই এলাকার লোকজন জড়ো হতে শুরু করে। প্রচুর ভিড় জমে যায় এবং বাঘরোলটি ভয়ে গর্জন শুরু করে। এলাকার সমাজসেবী অঙ্কন সরকার ও স্বপ্নের শহর শ্যামপুর সংস্থার সদস্য ভাস্কর মালিক খবর দেন পরিবেশ কর্মী ও বন্যপ্রাণী উদ্ধারকারী চিত্রক প্রামানিক কে। খবর পেয়েই বন্যপ্রাণ সংরক্ষণকারী চিত্রক প্রামানিক, ইমন ধাড়া ও রঘুনাথ মান্না ঘটনাস্থলে যায় ও বাঘরোলটির সুরক্ষা নিশ্চিত করে। কিছুক্ষণের মধ্যে বন বিভাগের কর্মীরা ঘটনাস্থলে আসেন। উভয় পক্ষের দীর্ঘক্ষনের চেষ্টায় বাঘরোল টিকে সুরক্ষিত উদ্ধার করা হয়। ঘটনাস্থলের সামনে নুন্টিয়া হাই স্কুলের ছাত্র ছাত্রীরা জড়ো হয়। তাদের মধ্যে সচেতনামূলক লিফলেট বিতরণ করে চিত্রক, ইমন ও রঘুনাথ। যেহেতু বাঘরোলটি সুস্থ ছিলো, তাকে এলাকাতেই ফিরিয়ে দেওয়া ছিল লক্ষ্য। কারন সুস্থ বন্যপ্রাণ এলাকাতে থাকলে তবেই এলাকার বাস্তুতন্ত্র ঠিক থাকবে। তাই উলুবেড়িয়া বন বিভাগের রেঞ্জার রাজেশ মুখার্জী স্থানীয় প্রানী সম্পদ কেন্দ্রের পশু চিকিৎসক কে খবর দেন। চিকিৎসক পর্যবেক্ষণের পর বাঘরোলটিকে সুস্থ ঘোষনা করেন। গ্রামের মানুষকেও বোঝানোর পর তারা আনন্দের সাথে বাঘরোল টিকে মুক্ত করার জন্য তৈরি হয়। তারপর যেখান থেকে উদ্ধার হয়েছিল তার কিছুটা দূরেই একটি জলাভূমির পাশে জঙ্গল জায়গায় বাঘরোলটিকে মুক্ত করে দেওয়া হয় তার আপন পরিবেশে।

Leave a Reply

Translate »