“পোড়া বাঁশি” -র ট্রেলার অডিও ও পোস্টার লঞ্চ হল

“পোড়া বাঁশি” -র ট্রেলার অডিও ও পোস্টার লঞ্চ হল

Reported By:- News Desk

ঐতিহ্যবাহী ঐতিহাসিক প্রেসক্লাবে পরিচালক শুভম দাসের একটি সিনেমা “পোড়া বাঁশি” -র ট্রেলার অডিও ও পোস্টার লঞ্চ হল। উজ্জ্বল উপস্থিতিদের মধ্যে অন্যতম ছিল বিশিষ্ট অভিনেতা তমাল রায়চৌধুরী, প:ব: ভারপ্রাপ্ত যুগ্মকমিশনার অনুপম হালদার, লালবাজারের উচ্চপদাধিকারী অফিসার মিন্টু দেব,

পরিচালক শুভম দাস, বিশিষ্ট অভিনেত্রী শিউলি রামানি, মিউজিক ডাইরেক্টর অমিত দাশগুপ্ত, লিরিসিস্ট গৌতম সুস্মিত, হিরো – অর্ক, হিরোইন -বনশ্রী এবং অন্যান্যদের মধ্যে রিনা,

সৌমালি, আদ্রিতা, বৈশালী, সুপ্রভাত, সৌমক, মিঠু, স্বপন, বিবেক কুমার, মিতা, অর্পিতা, পীযূষ, রিশিতা, মৌপ্রিয়া, অর্পণ, সুমন, সৈকত, রুদ্রাণী, শ্রেষ্ঠজীৎ, রুদ্র, প্রেম, সুইটি, উজ্জল, অংশু, রুনু, সায়ন্তী, রুপসা, সুরজিৎ, শুভম, বাপ্পা ,অরিত্র, মহশিন, মুকলেশ, নাজমুল, মোনালিশা উপস্থিত ছিল।

Leave a Reply

Optimized by Optimole