বছর ৪০ এর কোঠায় হলেও বয়স যে নিছকই একটা সংখ্যামাত্র, তা চোখে আঙুল দিয়ে প্রমাণ করে দিলেন বলিউডের দেশি গার্ল প্রিয়ঙ্কা চোপড়া ।
প্রিয়ঙ্কার শেয়ার করা ছবিতে সাদা রঙের স্ট্র্যাপলেস পোশাকে দেখা গিয়েছে। কালার করা ছোট চুল, চোখে মুখে ঠিকরে বেরোচ্ছে গ্লো। একদম নতুন লুকে ভক্তদের নজর কাড়লেন দেশি গার্ল প্রিয়ঙ্কা চোপড়া। নিজের নতুন লুক শেয়ার করে প্রিয়ঙ্কা চোপড়া লেখেন, যখন নয়া লুক দারুণ মজার হয়, তখন বাইরে তো যেতেই নয়। অভিনেত্রীকে দেখে মুগ্ধ অনুরাগীরা।