ফ্যাশন ও শিল্পের মেলবন্ধনে ‘এস ফ্যাক্টর’: কোলকাতার অন্যতম উজ্জ্বল উৎসব

News Desk

কোলকাতা (৮ ডিসেম্বর ‘২৪):- গত ৭ ডিসেম্বর শনিবার, বাইপাস সংলগ্ন একটি ক্লাবে ‘এস ফ্যাক্টর’ ফ্যাশন শো অনুষ্ঠিত হয়েছে, যেখানে ৮০ জন মডেল অংশগ্রহণ করে। সাউণ্ড অব সোম প্রোডাকশনস এবং আইকনিক পি আর-এর যৌথ উদ্যোগে আয়োজিত এই শোটি কোলকাতার ফ্যাশন শিল্পে নতুন সম্ভাবনা নিয়ে এসেছে।

শোটিতে ‘মিস্টার’, ‘মিস’, এবং ‘মিসেস’ বিভাগ ছাড়াও শিশুদের জন্য বিশেষ বিভাগ ছিল। প্রতিটি বিভাগের প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থানাধিকারীদের পুরস্কৃত করা হয় এবং অংশগ্রহণকারীদের সবাইকে মেমেন্টো ও সার্টিফিকেট প্রদান করা হয়।

ফ্যাশন শোয়ের বিচারকের ভূমিকায় ছিলেন জনপ্রিয় চলচ্চিত্র পরিচালক সুদীপ রঞ্জন সরকার, ডিজাইনার শান্তনু গুহ ঠাকুরতা এবং ফ্যাশন ডিজাইনার ইন্দ্রনীল মুখার্জি।

সাউণ্ড অব সোম প্রোডাকশনসের প্রতিষ্ঠাতা সোমক সিনহা বলেছেন, “এটি শুধুমাত্র একটি ফ্যাশন শো নয়, বরং ফ্যাশন, মিউজিক ও শিল্পের সমন্বয়। এস ফ্যাক্টর সৃজনশীলতা ও ব্যক্তিত্বের বিকাশ ঘটানোর লক্ষ্যে কাজ করছে।”

অন্যদিকে, বিজলী ঘোষ কর্মকার জানিয়েছেন যে, এই ফ্যাশন শো থেকে নির্বাচিত কিছু মডেলকে তাঁদের প্রোডাকশনসের ব্যানারে নির্মিত স্বল্প দৈর্ঘ্যের চলচ্চিত্রে অভিনয়ের সুযোগ দেওয়া হবে।

এদিন অনুষ্ঠানে সাউণ্ড অব সোম প্রোডাকশনসের একটি নতুন স্বল্পদৈর্ঘ্যের চলচ্চিত্র মুক্তি পেয়েছে, পাশাপাশি দাদা সাহেব ফালকে পুরস্কারের জন্য মনোনীত একটি ক্ষুদ্র ছবি প্রদর্শিত হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত, অভিনেত্রী ও মডেল পারিজাত চক্রবর্তী, তালবাদ্য শিল্পী মল্লার ঘোষ, পশ্চিমবঙ্গ সরকারের রাজস্ব বিভাগের যুগ্ম কমিশনার পাঞ্চালী মুন্সী এবং অন্যান্য বিশিষ্ট অতিথিরা।

‘এস ফ্যাক্টর’ ফ্যাশন শোটি কেবলমাত্র একটি নজরকাড়া অনুষ্ঠান নয়, বরং কোলকাতার সাংস্কৃতিক পরিবেশে নতুন সম্ভাবনার আলো দেখিয়েছে।

Leave a Reply

Optimized by Optimole