বহরমপুর শহর সংলগ্ন কতবেল তলা বাজারে হানা দিলেন সদর মহকুমা শাসক ও জেলা টাস্ক ফোর্সের আধিকারিকরা

বহরমপুর শহর সংলগ্ন কতবেল তলা বাজারে হানা দিলেন সদর মহকুমা শাসক ও জেলা টাস্ক ফোর্সের আধিকারিকরা

Reported By:- Binoy Roy

সম্প্রতি সবজি বাজারে জিনিসপত্রের দাম লাগামছাড়া হারে বেড়ে যাওয়ায় এই মুহুর্তে রাজ্য জুড়ে সর্বত্র চলছে তোলপাড়। বিভিন্ন জায়গার পাশাপাশি আজ সপ্তাহের প্রথম দিন সকালে বহরমপুর শহর সংলগ্ন কতবেল তলা বাজারে হানা দিলেন সদর মহকুমা শাসক ও জেলা টাস্ক ফোর্সের আধিকারিকরা। উদ্দেশ্য- জনসাধারণ অর্থাৎ সাধারণ ক্রেতারা যেন সঠিক মূল্যে জিনিস পান। কোথাও যেন কোনো কারনেই অতিরিক্ত দাম না নেওয়া হয় ক্রেতাদের কাছে- মূলত এই বিষয়েই বাজারে প্রত্যেক দোকানদারদের সাথে কথা বলেন তারা। যদিও সবজি বিক্রেতাদের বক্তব্য- এভাবে জিনিস পত্রের দাম নিয়ন্ত্রণে রাখা সম্ভব নয়। বরং রাজ্য সরকারের তরফ থেকে যদি প্রত্যেক সবজির দাম নির্দিষ্ট করে দেওয়া হয় পেট্রোল, ডিজেলের মতো করে- একমাত্র তবে এই সমস্যা থেকে রেহাই পেতে পারে জনসাধারণ- এমনটাই মনে করছেন এই বাজারের সবজি বিক্রেতারা। অন্যদিকে- এদিন এই বাজার পরিদর্শন সেরে সদর মহকুমা শাসক জানিয়েছেন- এই বিষয়ে এখনও পর্যন্ত কোথাও কোনো সমস্যা দেখা দেয়নি। তবে যদি কোথাও তেমন কোনো বিষয় নজরে আসে তাহলে সেক্ষেত্রে অবশ্যই আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Leave a Reply

error: Content is protected !!