REPORTED BY:- BINOY ROY
বহরমপুরে কলেজ ছাত্রী খুনের ঘটনায় ধৃত সুশান্ত চৌধুরীর ২ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন বহরমপুর আদালতের বিচারপতি সুমনা সাহা রায়| আইন যা সাজা দেবে মেনে নেবো বহরমপুর কোর্ট থেকে জেল হেফাজতে নিয়ে যাওয়ার সময় মন্তব্য বহরমপুরে কলেজ ছাত্রী খুনের ঘটনার ধৃত সুশান্ত চৌধুরীর।
