জেলা পুলিশের নির্দেশে বহরমপুরে হেলমেট বিহীন গাড়ি ধরাপাকড়া ও হেলমেট ছাড়া পেট্রোল না দেওয়ার নির্দেশ পেট্রোল পাম্প গুলিতে। সোমবার বহরমপুর শহরের গুরুত্বপূর্ণ মোড়ে এবং পেট্রোল পাম্প গুলিতে পুলিশ হেলমেট ছাড়া গাড়ি চালকদের ধরপাকড় শুরু করে। এছাড়াও ২ জনের অধিক যাত্রী বাইকে চাপালে তাদেরও জরিমানার ব্যবস্থা করা হচ্ছে। জেলা পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত কয়েকদিনে জেলার বিভিন্ন জায়গায় পথ দুর্ঘটনায় বেশ কিছু লোকের মৃত্যু হয়েছে৷ বাইক দুর্ঘটনায় যারা মারা গিয়েছেন তাদের বেশিরভাগই হেলমেট ছাড়া বাইক চালাচ্ছিলেন। তাই জেলা পুলিশের নির্দেশে এখন থেকে প্রতিদিন বহরমপুর সহ জেলার অন্যান্য থানা এলাকায় হেলমেট বিহীন গাড়ি চালকদের ধরপাকড় করে জরিমানার ব্যবস্থা করা হবে।