Skip to content
বহরমপুরে DYFI এর বিক্ষোভ মিছিল আটকে দিল পুলিশ

বহরমপুরে DYFI এর বিক্ষোভ মিছিল আটকে দিল পুলিশ

 

বৃহস্পতিবার সকলকে ভ্যাকসিন, বেকারদের কাজের ব্যবস্থা সহ বিভিন্ন দাবিতে বহরমপুর রবীন্দ্র সদন থেকে DYFI এর কর্মী সমর্থকেরা ডিএম ডেপুটেশন দেওয়ার উদ্দেশ্যে বিক্ষোভ মিছিল বের করে। আর সেখানেই বহরমপুর থানার বিশাল পুলিশ বাহিনী ব্যারিকেড দিয়ে DYFI এর বিক্ষোভ মিছিল আটকে দেয়। বেশ কিছুক্ষণ পুলিশ ও DYFI এর কর্মীদের ধস্তাধস্তি চলে। শেষ পর্যন্ত dyfi এর কর্মীরা সেখানেই অবস্থান বিক্ষোভে সামিল হন। এদিনের বিক্ষোভ আন্দোলনে উপস্থিত ছিলেন রাজ্য সভানেত্রী মীনাক্ষী মুখার্জী, রাজ্য সম্পাদক সায়ন্দীপ মিত্র সহ জেলার dyfi নেতা কর্মীরা।

Leave a Reply

error: Content is protected !!