REPORTED BY:- BINOY ROY
২০২০ খ্রীষ্টাব্দে ২৪শে জানুয়ারি পদযাত্রার মধ্যে দিয়ে অনুষ্ঠানের সূচনা করা হয়। ২০২২এর ২৭শে এপ্রিল থেকে ২৯ শে এপ্রিল তিনদিন ব্যাপী সমাপ্তি পর্ব অনুষ্ঠিত হলো ।করোনা পরিস্থিতির কারণে প্রায় দু বছর পর এই সমাপ্তি পর্ব অনুষ্ঠিত হলো।২৭শে এপ্রিল গার্লস কলেজের সামনে থেকে পদযাত্রা অনুষ্ঠানের মাধ্যমে কর্মসূচীর সূচনা হয়।এবং আজ ২৯ শে এপ্রিল সমাপ্তি পর্ব অনুষ্ঠিত হলো বহরমপুরের রবীন্দ্রসদনে।কলেজের প্রাক্তনী ও বর্তমান ছাত্রী দের উপস্থিতিতে গান আবৃত্তি বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনায় ভরে ওঠে রবীন্দ্র সদনমঞ্চ।
