আজ বহরমপুর জজ কোর্ট চত্বরে সমবেত হয়ে বিক্ষোভ আন্দোলনে নামলেন জেলে বন্দী থাকা আসামি দের পরিবারের সদস্যরা তাদের দাবি লকডাউন এর ফলে বিচার ব্যবস্থা সেই ভাবে দ্রুত গতিতে এগোচ্ছে না, এবং জেলা শাসকের কাছে আবেদন জানানো হচ্ছে যাতে বিচার ব্যবস্থা দ্রুত সম্পন্ন হয় এবং তাদের দাবি মহামান্য আদালতের বিচার কে সম্মান জানিয়ে আজকে তাদের এই আন্দোলন।দীর্ঘদিন ধরে জেলের ভেতরে বন্দি আছে বহু মানুষ আজ বিচার এবং জামিনের আশায় জজ কোর্ট চত্বরে তারা আন্দোলন করছে এবং যাতে অনলাইনেও বিচারব্যবস্থা দ্রুত সম্পন্ন করে আসামিদের মুক্তি দেওয়া হয় সেটাও আবেদন করছে মহামান্য আদালতের কাছে তারা।