Reported By : Masud Rana
৮ ই জুন, বৃহস্পতিবার, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জীর নির্দেশে ওড়িশার বালেশ্বরে করমন্ডল এক্সপ্রেস ট্রেন দুর্ঘটনায় মৃত সুতি বিধানসভার উমরাপুর অঞ্চলের সাহাজাতপুর গ্রামের হারুন বাদশা এর পরিবারের সাথে দেখা করে দুই লক্ষ (200000/-) টাকার চেক তুলে দিলেন জঙ্গিপুর লোকসভার সম্মানীয় সাংসদ খলিলুর রহমান মহাশয় এবং সব রকম ভাবে পরিবারের পাশে থাকার আশ্বাস দিলেন l সাথে ছিলেন রাজ্য সরকারের বিদ্যুত প্রতিমন্ত্রী মাননীয় আখরুজ্জামান মহাশয়, সুতি বিধানসভার বিধায়ক ইমানি বিশ্বাস মহাশয়, সুতি থানার IC, উমরাপুর পঞ্চাতের প্রধান এবং আরো এলাকার বিশিষ্ট ব্যাক্তিগণ l