কোভিড প্যানডেমিকের দীর্ঘ অচলাবস্থা কাটিয়ে ধীরে ধীরে ছন্দে ফিরছে জনজীবন।কোভিড বিধি মেনেই স্কুলের উঁচু ক্লাস সহ কলেজ ,ইউনিভার্সিটির দরজা ফের খুলে দেওয়া হয়েছে।অনলাইন ক্লাসের জায়গায় শুরু হয়েছে অফলাইন ক্লাস ।কিন্তু অফলাইন পরীক্ষার ঘোষণা হতেই তার বিরোধিতা শুরু করেছে কল্যাণী বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা।বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয় চত্বরে রীতিমতো র্যালি করে তারা ভিসির কাছে গণডেপুটেশন দেয় অফলাইন পরীক্ষা বন্ধের দাবিতে।অন্য দিকে কলকাতা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট মিটিংয়ে গত বুধবার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবছরও কলকাতা বিশ্ববিদ্যালয়ের স্নাতক এবং স্নাতকোত্তর বিভাগের প্রথম ,তৃতীয় এবং পঞ্চম সেমিস্টারের পরীক্ষা অনলাইনেই নেওয়া হবে।অতিমারির কারনেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।