‘বেঙ্গল রেসলিং চ্যাম্পিয়নশিপ-২০২৫’ উপলক্ষে বেহালায় জমজমাট কুস্তি প্রতিযোগিতা

‘বেঙ্গল রেসলিং চ্যাম্পিয়নশিপ-২০২৫’ উপলক্ষে বেহালায় জমজমাট কুস্তি প্রতিযোগিতা

Reported By Mahatab Chowdhury

স্বামী বিবেকানন্দের ১৬৩ তম জন্মবার্ষিকীর পবিত্র তিথিতে, দক্ষিণ বেহালার 'বড়িশা ইয়ুথ ক্লাব'-এ 'বেঙ্গল রেসলিং চ্যাম্পিয়নশিপ-২০২৫' সফলভাবে অনুষ্ঠিত হলো। এই প্রতিযোগিতার আয়োজন করা হয় মোঙ্গোলিয়ার কলকাতাস্থিত কনসাল-এর সহযোগিতায় এবং 'ওয়েস্ট বেঙ্গাল রেসলিং অ্যাসোসিয়েশন' বা 'ডাব্লু বি ডাব্লু এ'-র পরিচালনায়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলকাতা পৌরনিগমের ১২৫ নম্বর ওয়ার্ডের পৌরপ্রতিনিধি ছন্দা সরকার এবং ১২৬ নম্বর ওয়ার্ডের পৌরপ্রতিনিধি ঘণশ্রী বাগ। 'ডাব্লু বি ডাব্লু এ'-র সভাপতি গৌতম ঘোষ এবং বরিষ্ঠ সহাধ্যক্ষ অসিতকুমার সাহা সহ ক্রীড়া সংগঠনের সাধারণ সম্পাদক শোভন চক্রবর্তী জানান, আজকের প্রতিযোগিতায় শিশু ও পুরুষদের ৪৮ কেজি, ৫৭ কেজি, ৬১ কেজি ও ৬৫ কেজি বিভাগ সহ মহিলাদের ৪৬ কেজি, ৫০ কেজি, ৫৩ কেজি, ৫৭ কেজি ও ৬৫ কেজি বিভাগের মধ্যে মোট ১০টি বিভাগে কুস্তি প্রতিযোগিতা সম্পন্ন হয়েছে।

এই আয়োজনের মাধ্যমে ক্রীড়াবিদদের মধ্যে একটি নতুন উদ্দীপনা সৃষ্টি হয়েছে, যা ভবিষ্যতে ক্রীড়ার উন্নয়নে সাহায্য করবে।

Leave a Reply

Optimized by Optimole