সোমবার বহরমপুরের কৃষ্ণনাথ কলেজের ছাত্রছাত্রীরা ভর্তির ফিস মুকুবের দাবিতে কলেজের সামনে অবস্থান বিক্ষোভে সামিল হন। তাদের অভিযোগ দীর্ঘ দিন ধরে কলেজ বন্ধ পাশাপাশি লক ডাউনের ফলে তাদের পরিবারের অভিভাবকদের ইনকাম প্রায় বন্ধ হয়ে গেছে। এইমত অবস্থায় অভিভাবকদের কাছ থেকে টাকা নিয়ে তাদের পক্ষে ভর্তির ফিস দেওয়া সম্ভব নয়। অবিলম্বে ভর্তির ফিস মুকুবের দাবি তুলেছে তারা। এদিন কৃষ্ণনাথ কলেজের উপাচার্য সুজাতা বাগচি ব্যানার্জী জানিয়েছেন, ছাত্রদের দাবি ন্যায্য। তবে আমরা এই বিষয় নিয়ে উর্দ্ধাতন কতৃপক্ষের সঙ্গে কথা বলব। পাশাপাশি ছাত্রছাত্রীদের বলব রাজ্য সরকারের দেওয়া স্টুডেন্ট ক্রেডিট কার্ড নেওয়ার জন্য আবেদন জানাতে। সেখান থেকেই তারা তাদের পড়াশোনা করার খরচ বহন করতে পারবে।