ভোটের প্রচারে আসলেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ। এদিন তিনি কোলকাতা থেকে হাজারদুয়ারী এক্সপ্রেসে চেপে বহরমপুর কোর্ট ষ্টেশন নামেন। সেখানে দলের নেতা কর্মীরা তাকে সম্বর্ধনা দেন। দিলীপ বাবু বলেন, জঙ্গীপুর ও সামসেরগঞ্জের ভোট প্রচারে তিনি নামবেন। তাছাড়া ভোটে জেতার ব্যাপারে তিনি আশাবাদী। তবে কোলকাতায় তাদের দলের নেতা কর্মীদের ভোট প্রচারে বাধা দেওয়ার তিনি অসন্তুষ্ট। তিনি বলেন বিজেপিকে রাজ্য সরকার ভয় পাচ্ছে।