বুধবার বহরমপুর থানার হাতিনগর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে স্বাস্থ্যকর্মীদের ঘেরাও করে বিক্ষোভ দেখায় ভ্যাকসিন নিয়ে আসা ব্যাক্তিরা৷ পরে বহরমপুর থানার পুলিশ ও বহরমপুর বিডিও এসে পরিস্থিতি সামাল দেয়। স্থানীয়দের অভিযোগ হাতিনগর স্বাস্থ্যকেন্দ্রের বিএমওএইচ সুতোনুকার সাহার নির্দেশে স্বাস্থ্যকর্মীদের গাফিলতি ও নিজেদের লোকেদের ডেকে ডেকে ভ্যাকসিন দিচ্ছে অথচ স্থানীয়রা ভোর থেকে দাঁড়িয়ে থেকেও ভ্যাকসিন পাচ্ছে না। যদিও আজকের মতো ভ্যাকসিন দেওয়া বন্ধ রাখা হয়েছে। আগামী দিনে ব্লক অফিস থেকে তালিকা নিয়ে এসে তালিকা ভিত্তিক ভ্যাকসিন হবে বলে জানিয়েছেন ব্লক আধিকারিক।