আজ ১৫ই এপ্রিল বহরমপুরে নমিনেশন পত্র দাখিল করলেন ১১ নম্বর মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী গৌরীশঙ্কর ঘোষ ও ৯ নম্বর জঙ্গীপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী ধনঞ্জয় ঘোষ। সোমবার দুপুরে তারা প্রথমত এসে হাজির হন বহরমপুরে জেলা বিজেপি কার্যালয়ে। সেখান থেকে দলীয় কর্মীদের সাথে নিয়ে মিছিল করে তারা হাজির হন বহরমপুর জেলা প্রশাসনিক ভবনে। সেখানে সরকারি নির্দেশনামা মেনে এদিন দুপুরে জেলা শাসকের দপ্তরে নিজেদের মনোনয়ন পত্র জমা দেন তারা। পাশাপাশি নিজেদের কেন্দ্রে এই নির্বাচনে জয়লাভের বিষয়ে ১০০ শতাংশ আশাবাদী তারা দুজনেই। উল্লেখ্য- মুর্শিদাবাদ ও জঙ্গীপুর লোকসভা কেন্দ্রে নির্বাচন রয়েছে তৃতীয় দফায় আগামী ৭ই মে।