মফস্বলে ছবি বানানো ছেলেটির স্বপ্ন পূর্ণতা পেল দুর্গাপুর ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে – G Tv { Go Fast Go Together)
মফস্বলে ছবি বানানো ছেলেটির স্বপ্ন পূর্ণতা পেল  দুর্গাপুর ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে

মফস্বলে ছবি বানানো ছেলেটির স্বপ্ন পূর্ণতা পেল দুর্গাপুর ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে

বর্তমান প্রজন্ম কোথাও একটা রবি ঠাকুরকে ভুলতে বসেছে মূলত সেই ভাবনাকে কাজে লাগিয়েই তৈরি হয় তবু মনে রেখো ছবিটি।
মফস্বলে ছবি বানানো ছেলেটির স্বপ্ন পূর্ণতা পেল দুর্গাপুর ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে।
বহরমপুরের নিবাসী চলচ্চিত্র পরিচালক বুবুন রায় সম্প্রতি জিতেছেন একটি অ্যাওয়ার্ড।
তিয়াসা মুভিজ প্রেজেন্টস দুর্গাপুর আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বুবুন রায় পরিচালিত ছবি “তবু মনে রেখো”সম্মানিত হলো বেষ্ট পিপলস চয়েজ অ্যাওয়ার্ডে।
পরিচালক বুবুন ৱায় জানিয়েছেন এই অ্যাওয়ার্ডটি তার জীবনে খুব গুরুত্বপূর্ণ,
রবি ঠাকুরকে নিয়ে তিনি ছবিটি বানিয়েছেন শুধু অ্যাওয়ার্ড জেতার জন্য নয়,
সমাজের মানুষের মধ্যে রবি ঠাকুর সম্পর্কে বিশেষ কিছু বার্তা প্রদানের জন্য যেই বার্তা সমগ্র রবীন্দ্রপ্রেমী মানুষের কাছে রবীন্দ্রনাথ ঠাকুরকে অমর করে রাখবে।
তিয়াসা মুভিজ এর কর্ণধার তথা দুর্গাপুর ইন্টারন্যাশনাল শর্ট ফিল্ম ফেস্টিভ্যালের আয়োজক কাজরি মোদক মহাশয়া জানিয়েছেন “তবু মনে রেখো”
ছবিটি সত্যি মানুষের মনে দাগ কেটেছে তাই শত মানুষ এই ছবিটিকে বেছে নিয়েছেন।
আমরা জিটিভি বাংলার পক্ষ থেকে পরিচালক বুবুন রায় কে আন্তরিক অভিনন্দন জানাই।
আশা রাখি তাহার এইরূপ ভাবনা এবং কাজ আগামী দিনে নব প্রজন্মের কাছে একটি নতুন দিশা হয়ে পথ দেখাবে।

Leave a Reply

Translate »
Call Now Button