ভবানীপুরের বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের তৃণমূল প্রার্থী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রবিবার বিপুল ভোটে জয়লাভ করেন। তার এই জয়লাভের পর রাজ্য জুড়ে শুরু হয় উৎসবের বাতাবরণ। সেইমতো বীরভূমের সিউড়ি শহরের বিভিন্ন জায়গায় চলতে থাকে নানান অনুষ্ঠান। একইভাবে রবিবার বিকাল বেলায় সিউড়ি পৌরসভার তিন নম্বর ওয়ার্ডে বিদ্যাসাগর সাউয়ের নেতৃত্বে বিশাল বিজয় মিছিল বের করা হয়। এই বিজয় মিছিলে পা মেলান স্থানীয় তৃণমুল নেতাকর্মীরা। ঢাক-ঢোল পিটিয়ে এই বিজয় মিছিল পালন করা হয়।
