টোটো ও বাইকের ধাক্কায় মৃত্যু বাইক চালকের। মৃিতের নাম সেন্টু মন্ডল বয়স প্রায় ৩২ বছর, তার বাড়ি মুর্শিদাবাদের সাগরপাড়ায়। ফোন করে বাবাকে বাড়ি ডেকেছিল চার বছরের ছোট্ট শিশু, আসার পথেই এই মর্মান্তিক দুর্ঘটনা। ঘটনাটি ঘটেছে সাগরপাড়ার সাহেবনগর বিশ্বাসপাড়া এলাকায়। জানাযায় সেন্টু মন্ডল বাইক নিয়ে বাইরে বেরিয়ে ছিল, বাড়ি আসতে দেরি হওয়ায় চার বছরের ছোট্ট শিশু বাবাকে ফোন করে বাড়ি ডাকে, কিন্তু বাবার শেষ হাসিটা দেখতে পেল না শিশু সন্তান। ধোনিরামপুর থেকে আসার পথেই টোটোর সঙ্গে মুখোমুখি ধাক্কা লাগে বাইকের। ঘটনায় ছিটকে পড়ে যায় বাইক চালক সেন্টু মন্ডল, তারপরেই বিকট আওয়াজ শুনতে পেয়ে স্থানীয়রা ছুটে আসে এবং আহত ওই বাইক চালককে সাগরপাড়া প্রাথমিক চিকিৎসা কেন্দ্রে নিয়ে আসা হলে তার অবস্থার অবনতি ঘটলে ডোমকল সুপার স্পেশালিটি হাসপাতালের স্থানান্তরিত করা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। মৃত্যুর খবর শুনেই কান্নায় ঢলে পড়েন সেন্টু মন্ডলের স্ত্রী সহ মা। ঘটনায় শোকের ছায়া ওই এলাকায়।