মহিলা সুরক্ষা নিয়ে বিশেষ কর্মশালা হয়ে গেল বেলঘড়িয়ায় – G Tv { Go Fast Go Together)
মহিলা সুরক্ষা নিয়ে বিশেষ কর্মশালা হয়ে গেল বেলঘড়িয়ায়

মহিলা সুরক্ষা নিয়ে বিশেষ কর্মশালা হয়ে গেল বেলঘড়িয়ায়

REPORTED BY:- NEWS DESK

পরিবার এই শব্দটা আমাদের কাছে বড় আপন। একটা পরিবার গড়ে ওঠে একজন নারী ও পুরুষের বোঝাপড়ার ওপর। সেই বোঝাপড়ায় যদি সামান‍্য ভুল বোঝাবুঝি হয় তাহলে পরিবার টা তাসের ঘরের মতো ভেঙে পড়ে। পরিবার গড়ে ওঠার পিছনে একটা নারীর ভূমিকা কি আর কিভাবে বা একজন নারী তার ওপর ঘটে চলা গারর্হ‍্য হিংসার বিরুদ্ধে সুবিচার পাবে এই নিয়ে বেলঘড়িয়া থানায় এক কর্মশালা হয়ে গেল ব‍্যারাকপুর এভিনিউ ওমেন কালচার এন সোস‍্যাল ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে। এদিন এই অনুষ্ঠানে নারীদের ওপর ঘটেচলা হিংসার বিরুদ্ধে আইনের সুবিচার পাওয়ার ভূমিকা কি হওয়া উচিত তা নিয়ে আলোচনা হয়। আয়োজকদের তরফে ক‍্যামেলিয়া জনসন জানান নারীর অধিকার কে সুরক্ষিত করার জন‍্য তাদের লড়াই। তাছাড়া শুধুমাত্র নারী সুরক্ষা নয় অসহায় শিশুদের ওপর ও বৃদ্ধ বৃদ্ধাদের ওপর তারা কাজ করেন বলে ক‍্যামিলিয়া দেবী জানান। এদিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বেলঘরিয়া থানার আইসি রতন চক্রবর্তী এবং উপস্থিত ছিলেন কামারহাটি পৌরসভার পৌর প্রতিনিধি লক্ষ্মী বিশ্বাস, সৌমিত্র প্রতিদ্বুন্ডু l এছাড়া বেলঘড়িয়া থানার পুলিশ আধিকারিক সহ সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »
Call Now Button