বীরভূমের ময়ূরেশ্বর দু’নম্বর ব্লকের উলকুণ্ডা পঞ্চায়েতের ন’পাড়া বাসস্ট্যান্ডের কাছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ব্যাংক থেকে টাকা তুলে নিয়ে আসার সময় বীরেন্দ্র চন্দ্র ব্যানার্জি নামে এক বিজেপি কর্মীর থেকে টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে। তার মাথায় বন্দুক ঠেকিয়ে এই ছিনতাইয়ের কাজ করা হয়েছে বলে অভিযোগ। ওই বিজেপি কর্মীর দিন ব্যাংক থেকে এক লক্ষ টাকা লোন নিয়ে ফিরছেন। সেই সময় এমন ঘটনা ঘটে। এর পাশাপাশি টাকা ছাড়াও তার হাতের আঙুলে থাকা সোনার আংটি এবং গলায় সোনার চেন স্মার্ট ফোন ছিনিয়ে নেওয়া হয়েছে বলে অভিযোগ। ঘটনার পরিপ্রেক্ষিতে ইতিমধ্যেই থানায় একটি অভিযোগ জানানো হয়েছে বলে জানিয়েছেন ওই বিজেপি কর্মী।
