Skip to content
মানবিক মুখ

মানবিক মুখ

 

পাড়ায় কারুর সন্তান জন্ম জন্মালেই তৃতীয় লিঙ্গের মানুষরা এসে বাচ্চাকে নিয়ে নাচ-গান করছেন ,চাইছেন উপহার সামগ্রী বা নগদ অর্থ এ দৃশ্য খুবই সাধারন।মাঝে মাঝে এই সাধারন ঘটনাকে ছাপিয়ে কিছু অসাধারন মুহূর্তও তৈরি হয়।

 


গত 22 শে সেপ্টেম্বর বহরমপুরের মাতৃমা হাসপাতালে এক শিশুপুত্রের জন্ম দেন সোমা বিশ্বাস।তার ছুটি পেয়ে বাড়ি ফেরার পরেই স্বামী সুদীপ দে নিজে থেকেই ফোন করে ডেকে নেন তৃতীয় লিঙ্গের মানুষদের ।মিষ্টিমুখের পাশাপাশি উপহার ,কিছু টাকাপয়সা তুলে দেন তাদের হাতে।সুদীপবাবু জানিয়েছেন” বর্তমানে কিছু তৃতীয় লিঙ্গের মানুষ চাকরি করছেন বা সমাজে আর পাঁচজনের মত বসবাস করছেন ঠিকই তবে আরও অনেকেই ,বিশেষ করে যাদের বয়স ৪০ পেরিয়েছে তারা ধরে রেখেছেন নিজেদের পেশা।”

আর পাঁচজন যখন এদের দেখলে দূরে ঠেলে দেয় তখন সুদীপবাবুর এই উদ্যোগ প্রশংসনীয়।

Leave a Reply

error: Content is protected !!