অধ্যাপিকা ঊর্মি রায়, ফাল্গুনী পাঠক, কলকাতা প্রেস ক্লাবের সভাপতি স্নেহাশিস সুর ও বিশিষ্ট সাংবাদিক সুবীর ভৌমিক-এর উপস্থিতিতে ১০ ডিসেম্বর রবিবার, কলকাতা প্রেস ক্লাবে প্রকাশিত হল এই বই।
পুস্তক প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত থেকে লেখক প্রদীপ মুখার্জি জানিয়েছেন, "এই বই পড়তে পড়তে পাঠক প্রথমে ক্রোধান্বিত হয়ে পড়বেন। পরে লেখককে গাল পাড়বেন ও আর্থ সামাজিক ক্ষেত্রে কালিমালিপ্ত বা প্রহার করতে উদ্যত হবেন। পরিশেষে কিছু ভাবুক পাঠক নতুন করে ধর্ম সম্পর্কে ভাবতে বাধ্য হবেন।"