“সক্রেটিস” – G Tv { Go Fast Go Together)
“সক্রেটিস”

“সক্রেটিস”

গত ৩ সেপ্টেম্বর চারণকবি বৈদ্যনাথের নব্বইতম জন্মজয়ন্তীর মহাসমারোহ অনুষ্ঠানে বিষ্ণুপুরের যদুভট্ট মঞ্চে বিশিষ্ট কবি শিল্প সমালোচক দেবাশিস চন্দ প্রকাশ করলেন অধ্যাপক হার.এস্ এর গবেষণা ধর্মী প্রবন্ধ “সক্রেটিস ( প্রাচ্যের আলোয় প্রতীচ্যের কায়া )। বইটি প্রসঙ্গে লেখক বলেন, “সক্রেটিসের মতো জ্ঞান তাপস এই পৃথিবীতে কমই এসেছেন। তাঁর ভাবনা ও চিন্তনে ভারতীয় দর্শনের মেলবন্ধন ঘটেছে। এই বইটি সেই অন্বষণের কূটাভাষ “। সম্মানীয় অতিথি বৃন্দের উপস্থিতিতে কবিতা পাঠ, গান, ও চারণকবি বৈদ্যনাথ সাহিত্য পুরস্কার প্রদান করা হয় শ্রী হরি প্রসন্ন মিশ্র মহাশয়কে। আর চারণকবি বৈদ্যনাথ স্মারক সম্মান দেওয়া হয় কবি নয়নতারা দে মহাশয়কে। বহুদিন পর এই কোভিড কালে এক বর্ণময় অনুষ্ঠানের সাক্ষী থাকল শহরবাসী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »
Call Now Button