প্রায় ১০ বছরের বেশি সময় ধরে জল জমে বেহাল দশায় পড়ে মুর্শিদাবাদের রাণীনগর দু'নম্বর ব্লকের কাতলামারী 1 গ্রাম পঞ্চায়েতের কুপতলা এলাকার মানুষজন স্থানীয় মানুষের দাবি এই রাস্তাতে প্রায় তিনটে স্কুল একমাত্র যাওয়ার এই রাস্তা আর তাতেই বেহাল দশায় পড়ে প্রায় দশ বছরেরও বেশি সময় ধরে একাধিকবার স্থানীয় মেম্বার প্রধানকে জানিও কোন কাজ হচ্ছে না বলেই দাবি এলাকার মানুষ জনের আর সেই খবর কি পৌঁছায় না নেতাদের টানে স্থানীয় মানুষের দাবি ভোট আসে ভোট যায় প্রতিশ্রুতি মেলে কিন্তু হয় না কাজ আর এতেই চরম সমস্যায় পড়ছেন একদিকে যেমন স্থানীয় মানুষজন অন্যদিকে স্কুল পড়ুয়ারা স্কুলের প্রধান শিক্ষকের দাবি একাধিকবার গ্রাম পঞ্চায়েত প্রধানকে থেকে শুরু করে লোকাল নেতাদেরকে জানিয়েও হচ্ছে না এই রাস্তার কাজ। আর এই কারণেই যে সমস্ত স্কুল পড়ুয়ারা রয়েছেন তাদেরও স্কুলে হার অত্যান্তই কম হয়ে যাচ্ছে স্কুলে আর যদিও বা যারা আসছে তাদের গোটা জামাকাপড় থেকে শুরু করে নোংরা আবর্জনায় ভর্তি হয়ে যাচ্ছে আর তাতেই সমস্যার মুখে পড়ছেন স্কুল পড়ুয়ারা