সাংবাদিক বৈঠকে তিনি জলপাইগুড়ি রামকৃষ্ণ মিশনের হামলার প্রতিবাদে বললেন সেখানে যারা হামলা করেছিল তাদের উদ্দেশ্য পুরো স্পষ্ট। বাংলায় যারা জমি নিয়ে রাজনীতি করছে বা ল্যান্ড মাফিয়া তারা সম্পূর্ণরূপে তৃণমূলের লোক। সমস্যা হলো এটাই তারা তৃণমূলের মধ্যে এসেছে, তিনি বললেন আমি এটার তীব্র প্রতিবাদ করি, তীব্র নিন্দা করি।
এছাড়াও তিনি কার্তিক মহারাজ কে কটাক্ষ করে বললেন তিনি খুব একটা মহান ব্যক্তি নন যাকে নিয়ে আমার মাথা ব্যথা হতে হবে। তিনিও একটি রাজনীতি দলের লোক, গেরুয়া দল অর্থাৎ বিজেপির লোক, এক কথায় বলতে গেলে তিনি দো- আশলা তিনি কখনো বিজেপিকে সমর্থন করেন, আবার কখনো তৃণমূলকে সমর্থন করেন সেজন্য আমার তাকে নিয়ে কোন বিন্দুমাত্র মাথাব্যথা নেই। এবং তাকে নিয়ে আলোচনা করে তাকে এতটা মহান বানানোর ইচ্ছে আমার নেই। অধীর চৌধুরীএদিন সাংবাদিক সম্মেলনে সক্তিপুর এ সাম্প্রদায়িক উত্তেজনার বিরুদ্ধে স্থানীয় পুলিশ প্রশাসন ও রাজ্য সরকার কে কটাক্ষ করলেন বহরমপুর এর সাংসদ শ্রী অধীর রঞ্জন চৌধুরী । এই ঘটনা মমতা সরকার এর চক্রান্ত বলে দাবি করলেন তিনি । আজ সাংবাদিক সম্মেলনের মধ্যে দিয়ে অধীর বাবু সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানালেন শক্তিপুর এর বাসিন্দা দের কাছে । এদিন সম্মেলনে তিনি নির্বাচন প্রক্রিয়া শান্তিপূর্ণ করতে কেন্দ্রীয় বাহিনীর সঠিক ভাবে মোতায়ন, সন্ত্রাসবাদের বিরুদ্ধে সঠিক পদক্ষেপ নিতে অনুরোধ জানান নির্বাচন কমিশন কে। এছাড়াও একশ দিন এর কাজ এর টাকা নিয়ে দুর্নীতির বিরুদ্ধে রাজ্য সরকারের বিরুদ্ধে সমালোচনা করেন অধীর রঞ্জন চৌধুরী মহাশয়। বাম কংগ্রেস জোট নিয়েও কথা বললেন প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি। তিনি তৃণমূল পার্টিকে কটাকে করে বললেন আমরাও ছোটবেলার স্কুল লাইফ বা কলেজ লাইফে ছোট পার্টি করে এসেছি ছোট পার্টি করে নাগাল্যান্ড যে জয়টা আমরা অর্জন করেছিলাম তৃণমূল পার্টি যদি এই নির্বাচনে জিততে পারে তাহলে আমরা মনে করব সেটা ওই কলেজ লাইফের পার্টিগত জয়। তিনি আরো বললেন বাংলায় তৃণমূল কংগ্রেস নেই এই নির্বাচনে তৃণমূল কংগ্রেস ডবল ডিজিট পেরোবে না। দশের বেশি সিট পাবে না, গোটা উত্তরবঙ্গ ছুয়ে গেছে তৃণমূল কংগ্রেস মুখ্যমন্ত্রী এই মুহূর্তে দাঁড়িয়ে বলতে বাধ্য হয়েছেন এই বছর আমাদের ভোট নয় আমাদের ভোট 2026 সালে, সাধারণ মানুষ তৃণমূল কংগ্রেসকে প্রত্যাখ্যান করছে। এই নির্বাচনে সবাই অপ্রাসঙ্গিক, প্রাসঙ্গিক একজনই শুধুমাত্র নরেন্দ্র মোদি।