সাংবাদিক বৈঠকে অধীর চৌধুরী
সাংবাদিক বৈঠকে অধীর চৌধুরী

সাংবাদিক বৈঠকে অধীর চৌধুরী

Spread the love

Reported By:- Binoy Royhttps://youtu.be/44AAH9uOPlk

তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থেকে কটাক্ষ করে বললেন বাংলা জুড়ে চলছে তৃণমূলের কোন দল সেজন্য মুখ্যমন্ত্রী কে বিভিন্ন রাজ্য থেকে ডেকে পাঠাতে হচ্ছে। এবং তিনি এটাও বললেন শুধু অনুব্রত মণ্ডলের জেলা নয়, প্রত্যেক জেলাতেই তৃণমূলের কোন দল প্রখর থেকে প্রখরতর হয়ে উঠছে। সেজন্য দিদিকে সব জায়গায় যেতে হচ্ছে এবং হবে। এবং তিনি আরো বললেন সব জেলার যেন গোষ্ঠী কোন্দল না হয় সেজন্য বিভিন্ন জেলার নেতাদেরকে মুখ্যমন্ত্রী কালীঘাটের বাড়িতে ডেকে পাঠাতে হচ্ছে। এবং তিনি তৃণমূল কটাক্ষ করে বললেন এত বছর তৃণমূল

ত্ব চলার পর তৃণমূলের যে জরাজীর্ণ অবস্থা এতদিনে সেটা মানুষের স্বচক্ষে উন্নোচিত হচ্ছে।​​

Leave a Reply

Translate »