সাংবাদিক বৈঠকে মোহম্মদ সেলিম
সাংবাদিক বৈঠকে মোহম্মদ সেলিম

সাংবাদিক বৈঠকে মোহম্মদ সেলিম

Spread the love

Reported By:- Binoy Roy

ডেঙ্গি যে আগামী দিনে মহামারীর আকার নেবে তা পশ্চিমবঙ্গ সরকার জেনে বুঝেও মানুষকে সচেতন বা সতর্ক করেনি। ডেঙ্গি মোকাবিলার জন্য কোনো উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করেনি। মুখ্যমন্ত্রী ব্যস্ত ছিলেন স্পেন যাত্রা নিয়ে। স্পেনের শিল্পপতিদের ধরার জন্য। কিন্তু অপরদিকে পশ্চিমবঙ্গে কে মরল বা কে বাঁচল তা দেখার সময় মুখ্যমন্ত্রীর নেই। অথচ সমস্ত বিশেষজ্ঞরা বলেছিলেন, আগস্ট- সেপ্টেম্বর নাগাদ ডেঙ্গি ভয়াবহ রূপ ধারণ করতে পারে। তাই যদি সতর্ক না হওয়া হয় তাহলে ডেঙ্গি তার বিষাক্ত প্রভাব পশ্চিমবাংলায় হুরহুর করে ছড়াবে। আর আজকে হয়েছেও তাই। পশ্চিমবাংলার কোনো হাসপাতাল এর জন্য প্রস্তুত নয়, কোনো ডাক্তারও প্রস্তুত নয়। ডেঙ্গিতে কারোর মৃত্যু হলে সার্টিফিকেটে ডেঙ্গিতে মৃত্যু হয়েছে এ কথা লেখা যাবে না। স্বাস্থ্য ক্ষেত্রে এ এক অদ্ভুত ধরনের স্বৈরাচারী মানসিকতা দেখা যাচ্ছে।

Leave a Reply

Translate »