Reported By
দিব্যেন্দু গোস্বামী
মঙ্গলবার সিউড়ির কালীগতি ইস্কুলে আয়োজন করা হয়েছে দুয়ারে সরকার কর্মসূচি। এই কর্মসূচিকে ঘিরে এলাকার বাসিন্দাদের মধ্যে যথেষ্ট উৎসাহ রয়েছে। সকাল থেকেই ভিড় জমিয়েছেন বাসিন্দারা। আর এই লাইন দিয়ে দাঁড়িয়ে থাকা মানুষদের যাতে কোনো রকম অসুবিধা না হয় তার জন্য পুলিশ প্রশাসন থেকে অন্যান্য সমস্ত ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি বিনোদনের জন্য লোকসঙ্গীতের আয়োজন করা হয়েছে স্কুল চত্বরে।