সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে একটি অ্যাম্বুলেন্সের উদ্বোধন করতে গিয়ে বীরভূম জেলার জেলাশাসক বিভিন্ন ধরনের তৃতীয় ঢেউ নিয়ে নিজেদের প্রস্তুতি সম্পর্কে নানান কথা বললেন। এর পাশাপাশি তিনি বলেন দুয়ারে সরকার প্রকল্প নিয়েও। দুয়ারে রেশন নিয়ে তিনি জানান, আমাদের জেলায় অভূতপূর্ব সাড়া মিলছে। অন্যদিকে ফেরানোর তৃতীয় ঢেউ নিয়েছে আশঙ্কা তৈরি হয়েছে তা নিয়ে জেলা প্রশাসন প্রস্তুত বলে জানা গিয়েছে তার মুখ থেকে। তিনি জানিয়েছেন কেউ যেন আতঙ্কিত না হন।