Skip to content
সুন্দরবন এ স্বাস্থ্য শিবির

সুন্দরবন এ স্বাস্থ্য শিবির

 

গীতাঞ্জলি সালকিয়ার তরফ থেকে গোসাবা থানার অন্তর্গত সোনাগাঁ গ্রামের দক্ষিণতলা অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ে যশ কবলিত অসহায় মানুষ দের জন্য বিনামূল্যে এক চিকিৎসা শিবির করা হয়. এই শিবিরে দুজন ডাক্তার, দুজন নার্স সহযোগিতা করেন, বিনা মূল্যে ওষুধ দেওয়া হয়.গ্রাম বাসিদের এই বিষয়ে আগ্রহ উল্লেখ করার মতো l সম্পাদিকা মৌমিতা পাছাল জানালেন সুন্দরবনের বিভিন্ন অঞ্চলে স্বাস্থ্য শিবিরের তারা আয়োজন করার চেষ্টা করবেন.সভাপতি রামপ্রসাদ দাস জানান মানুষের সহযোগিতা আমাদের মূলধন l

Leave a Reply

error: Content is protected !!