সেপটিক ট্যাংকে পড়ে মৃত্যু হল তিনজনের – G Tv { Go Fast Go Together)
সেপটিক ট্যাংকে পড়ে মৃত্যু হল তিনজনের

সেপটিক ট্যাংকে পড়ে মৃত্যু হল তিনজনের

Repored By : Binay Roy
১৮ ই সেপ্টেম্বর, সোমবার, মুর্শিদাবাদের হরিহরপাড়া থানার মাদারতলা এলাকায় এই মুহূর্তে মর্মান্তিক দুর্ঘটনায় একইসঙ্গে সেপটিক ট্যাংকে পড়ে মৃত্যু হল তিনজনের। শোকের ছায়া এলাকায় । ঘটনাটি ঘটেছে সোমবার সাত সকালে মুর্শিদাবাদের হরিহরপাড়া থানার মাদারতলা এলাকায়। স্থানীয় সূত্রে জানা যায়, আরসেলিম শেখের বাড়িতে সেপটিক ট্যাংকের কাজ করতে গিয়ে প্রথমে রজব শেখ নামে একজন পড়ে যায় তারপরে তাকে উদ্ধার করতে গিয়ে আরও তিনজন ওই সেপটিক ট্যাংকে নামলে অক্সিজেনের অভাবে অজ্ঞান হয়ে যায় চারজনেই। স্থানীয় এবং প্রশাসনের সহযোগিতায় তড়িঘড়ি উদ্ধার করে হরিহরপাড়া ব্লক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হলে
তিনজনকে মৃত বলে ঘোষণা করে চিকিৎসকরা। একজনের অবস্থার অবনতি হলে মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করে। এই ঘটনায় পরিবারসহ এলাকা জুড়ে নেমে এসেছে শোকের ছায়া। মৃত ব্যক্তিদের নাম মনিরুল শেখ, রজব আলী, মাজু শেখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »
Call Now Button