Reported By : অভিজিৎ হাজরা
১৭ ই মে, বুধবার, হাওড়া জেলার আমতা বিধান সভা তথা আমতা ২ নং ব্লকের জয়পুর থানার জয়পুর গ্ৰাম পঞ্চায়েতের পশ্চিম জয়পুরের পশ্চিমপাড়ার ১৮১/৫৪ নং বুথের বাসিন্দা জয়পুর হাসপাতালের কাছে সুনীল ভুঁইয়া -র বাড়িতে আগুন লাগে। বাড়িটি ৪ কামরার দোতলা টিনের চাল। কাঠের পাটাতন ও টিনের চালের নীচে প্লাউডের আচ্ছাদন।