অনাবৃষ্টির কারণে নষ্ট হয়ে যাচ্ছে পাট - G Tv { Go Fast Go Together)
অনাবৃষ্টির কারণে নষ্ট হয়ে যাচ্ছে পাট

অনাবৃষ্টির কারণে নষ্ট হয়ে যাচ্ছে পাট

Reported By : Masud Rana
২৮ শে জুলাই, শুক্রবার, প্রচন্ড তাপদাহ, অনাবৃষ্টির কারণে নষ্ট হয়ে যাচ্ছে পাট। অনাবৃষ্টির কারণেই চাষীদের ফসল নষ্ট হয়ে যাচ্ছে, প্রতিবছরের মত এ বছরও পাটের আবাদ ব্যাপকভাবে করেছে চাষিরা। কিন্তু পাটের বীজ বপন থেকে শুরু করেই, শুরু হয়ে গিয়েছে প্রচন্ড তাপদাহ, নেই মেঘ বৃষ্টি, মেঘের বৃষ্টির আশায় বিভিন্ন এলাকায় মাঠের মধ্যে সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করেছেন এলাকার মানুষ। কিন্তু সেই ভাবে দেখা যায়নি বৃষ্টি, নষ্ট হয়ে গিয়েছে চাষীদের আবাদ। প্রচুর অর্থ ব্যয় করে পাটের আবাদ ব্যাপকভাবে করেছে চাষিরা, কিন্তু পাট চাষ করে লাভের মুখ দেখাতো দূরের কথা ক্ষতির মুখে পড়তে হচ্ছে পাট চাষীদের। পাট পচানোর জন্য খাল বিলে জল নেই, জেসিবি দিয়ে গর্ত করে পাম্পে করে জল দিয়ে পাট পচানোর জায়গা করা হচ্ছে। তাতে পাট চাষ করে ঘরে যেই পরিমাণে লাভের টাকা উঠতো, তা বাদ দিয়ে এবার ক্ষতির মুখে পড়তে হচ্ছে পাট চাষীদের। অনাবৃষ্টির কারণেই পাট চাষ করে হোঁচট খেলো চাষিরা, এখন সরকারি সাহায্যের আবেদন জানাচ্ছে পাট চাষীরা।

Leave a Reply

Translate »