অবশেষে চালু হ’ল বহরমপুরে চুয়াপুর রেলব্রিজ – G Tv { Go Fast Go Together)
অবশেষে চালু হ’ল বহরমপুরে চুয়াপুর রেলব্রিজ

অবশেষে চালু হ’ল বহরমপুরে চুয়াপুর রেলব্রিজ

Reported By: Binoy Roy

YouTube Link:

২০১৩ সাল থেকে বহু টানাপোড়েনের পর অবশেষে চালু হ’ল বহরমপুরে চুয়াপুর রেলব্রিজ। তৎকালীন রেলমন্ত্রী অধীর রঞ্জন চৌধুরীর প্রচেষ্টায় সেই সময় যদিও বহরমপুরে চুয়াপুর, পঞ্চাননতলা ও বেলডাঙায় মোট ৩টি রেলব্রিজের অনুমোদন সহ ৩৯ কোটি টাকা বরাদ্দ করা হয়েছিলো- তার মধ্যে প্রথম চালু হ’ল বহরমপুরে চুয়াপুর রেলব্রিজ। যদিও পঞ্চাননতলায় রেলব্রিজের কাজ এখনও শুরু হয়নি। অন্যদিকে বেলডাঙা রেলব্রিজের কাজ শুরু হলেও এখনও পর্যন্ত তা সম্পূর্ণ হয়নি। এদিকে বহরমপুরের চুয়াপুর রেলব্রিজের কাজ সম্পূর্ণ হওয়ার পর আজ (মঙ্গলবার) সেই রেলব্রিজ পরিদর্শনে গেলেন কংগ্রেস সাংসদ অধীর রঞ্জন চৌধুরী। পাশাপাশি এদিন তিনি রেল দপ্তরের DRM কেও ব্রিজ পরিদর্শনের জন্য আমন্ত্রণ জানান। আজ দুপুরে DRM কে সাথে নিয়ে তিনি রেলব্রিজ পরিদর্শন করেন ও ৩ টি প্রস্তাবিত রেলব্রিজের মধ্যে ১টির কাজ সম্পূর্ণ হওয়ায় রেল দপ্তরকে তিনি ধন্যবাদ জানান। যদিও ২০১৩ সালে এই রেলব্রিজের শিলা ন্যাস করার পর ১৪ মাসের মধ্যে কাজ সম্পূর্ণ হওয়ার আশ্বাস দিয়েছিলেন তিনি। তবে রাজ্য সরকারের অসহযোগিতায় তা সম্ভব হয়নি বলে অভিযোগ তোলেন অধীর রঞ্জন চৌধুরী। পাশাপাশি এদিন রেলব্রিজ পরিদর্শনে গিয়ে জনসাধারণকে আরও উন্নত পরিষেবা দেওয়ার লক্ষ্যে আরও কিছু বাড়তি প্রস্তাব দেন তিনি রেল দপ্তরের আধিকারিক মাননীয় DRM কে। অন্যদিকে তিনি বলেন- মুর্শিদাবাদে রেলের আরও একটি বড় কাজ আটকে রয়েছে দীর্ঘদিন ধরে। সামান্য ৩০০ মিটার জমি অধিগ্রহণের অভাবে সেই কাজ এখনও সম্ভব হয়নি। বর্তমান রাজ্য সরকার চাইলে অবিলম্বে সেই কাজও সম্পূর্ণ হতে পারে। আর মুর্শিদাবাদে নশিপুর রেলব্রিজের কাজ সম্পূর্ণ হলে অবশ্যই মুর্শিদাবাদ জেলার ভূগোল পাল্টে যাবে।
যদিও অন্যদিকে আজ সদলবলে রেলব্রিজ পরিদর্শনে যান বহরমপুরের বিজেপি বিধায়ক কাঞ্চন মৈত্র। ব্রিজ পরিদর্শনের সময় সেখানে অধীর চৌধুরীর পেছনে হেঁটে “জয় শ্রীরাম” স্লোগান দেওয়া হয় বিজেপির পক্ষ থেকে।

Leave a Reply

Translate »