“অভয়া”

“অভয়া”

মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয় ও কৃষ্ণনাথ কলেজ এর “অভয়া” একটি কমিটি তারা প্রতিবছরের ন্যায় এবছরও সারদ উৎসব পালন করলো। এই উৎসবে উপস্থিত ছিলেন কৃষ্ণ মিশন মহারাজ শ্রীমৎ অলক রঞ্জন মহারাজ, উপস্থিত ছিলেন মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয় উপাচার্য ডঃ সুজাতা বাগছি ব্যানার্জি মহাশয়া, উপস্থিত ছিলেন কন্ট্রোলার মুর্শিদাবাদ ইনভারসিটি শ্রী বিপ্লব বন্দোপাধ্যায়, উপস্থিত ছিলেন মুর্শিদাবাদ ইনভারসিটি রেজিস্টার ডক্টর কৃষ্ণা নন্দী। অনুষ্ঠানে মূল্যবান বক্তব্য রাখেন মহারাজ জি এরপর দুস্থদের বস্ত্র বিতরণ ও মধ্যাহ্নভোজন ব্যবস্থা ছিল।

Leave a Reply

error: Content is protected !!