Reported By : News Desk
১৩ ই ফেব্রুয়ারি, সোমবার, প্রগেসিভ ইউনাইটেড ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন'- অষ্টম রাজ্য বাৎসরিক মহা সভা'-তে পেশ করা আট দফা দাবিকে সঙ্গত বলে পশ্চিমবঙ্গ সরকারের জলসম্পদ অনুসন্ধান ও উন্নয়ন বিভাগের মন্ত্রী ডাঃ মানসরঞ্জন ভুঁইয়া তার বক্তব্যে জানান "সবকটা ইঞ্জিনিয়ার্স সংগঠন একযোগে সম্মিলিত ভাবে একটা দাবীপত্র বানিয়ে আমার কাছে নিয়ে আসুন, আমি ওই দাবীপত্রকে উর্ধতন কর্তৃপক্ষের কাছে পেশ করব।"