আইসিডিএস স্কুলে খাবারের গুণগত মান খারাপ হওয়ায় গ্রামবাসীরা বিক্ষোভ দেখালেন স্কুল চত্বরে

আইসিডিএস স্কুলে খাবারের গুণগত মান খারাপ হওয়ায় গ্রামবাসীরা বিক্ষোভ দেখালেন স্কুল চত্বরে

Reported By:- Binoy Roy

মুর্শিদাবাদের নবগ্রাম ব্লক এর অন্তর্গত মহরুল গ্রাম পঞ্চায়েতের দাস পাড়া গ্রামে আইসিডিস কর্মীর বিরুদ্ধে অভিযোগ স্কুলের ছেলেমেয়েদের না পড়ানোর অভিযোগ ও খাবার দিচ্ছে না আর খাবার দিলেও সেগুলি খাওয়ার অযোগ্য। কোন দিন পোকা ওয়ালা সবজি তো কোনদিন খিচুড়িতে ডাল বিহীন। রান্নার জন্যে জ্বালানি আসা সত্ত্বেও উনি খড়ের জ্বালানি ব্যবহার কোরে রান্না করছেন। এ বিষয়ে অভিযোগ করলে আইসিডিএস কর্মী অভিযোগকারীদের বাড়িতে এসে গালিগালাজ করেও বলে অভিযোগ।

Leave a Reply

error: Content is protected !!