আই সি সি আর এর  অবনীন্দ্র গ্যালারি তে অনুষ্ঠিত হল  পাঁচ কন্যার  চিত্র প্রদর্শনী

আই সি সি আর এর অবনীন্দ্র গ্যালারি তে অনুষ্ঠিত হল পাঁচ কন্যার চিত্র প্রদর্শনী

Reported By News Dask

সম্প্রতি আই সি সি আর এর অবনীন্দ্র গ্যালারি তে অনুষ্ঠিত হল পাঁচ কন্যার চিত্র প্রদর্শনী। এই পাঁচ জন হলেন ঈশ্বনী ধর , গ্রিন্ডেলিয়া ভট্টাচার্য , পর্না মিত্র , মৌলি গুহ পাল ও সাধনা রায়।ছবির বিষয়বস্তু ছিল প্রকৃতি , জীব জন্তু , পশু পাখী আর বিভিন্ন ভঙ্গিমা তে মানুষের মুখ। প্রদর্শনীর উদ্বোধন করেন বিশিষ্ট চিত্র শিল্পী সরূপ মুখোপাধ্যায়। ছবি গুলি দৃষ্টি আকর্ষণ করে দর্শকদের। রঙের ব্যবহার ও বিষয় নির্বাচন প্রশংসার দাবী রাখে ।

Leave a Reply

error: Content is protected !!