আবাসিকদের শিক্ষামূলক ভ্রমণ – G Tv { Go Fast Go Together)
আবাসিকদের শিক্ষামূলক ভ্রমণ

আবাসিকদের শিক্ষামূলক ভ্রমণ

Reported By অভিজিৎ হাজরা, আমতা, হাওড়া

হাওড়া জেলার আমতা বিধানসভার অন্তর্গত আমতা দুই নম্বর ব্লক তথা জয়পুর থানার কাশমলি গ্রাম পঞ্চায়েত এলাকার পারবাকসির ' চিরনবীন ' সংস্থার শিশু, নারী আপটার কেয়ার হোমের বিশেষ চাহিদা সম্পন্ন আবাসিকদের নিয়ে এক শিক্ষা মূলক ভ্রমণ করতে দেখা গেল হাওড়া জেলার বাগনান থানার সামতা বেড়ে অমর কথা শিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায় এর শেষ বসত বাড়িতে । কয়েক ঘণ্টার এই শিক্ষা মূলক ভ্রমণ করতে আসা শতাধিক শিশু, নারী দের উৎসাহ ছিল চোখে পড়ার মতো ।এদের দেখভালের দায়িত্বে থাকা নানা বয়সের একঝাঁক মহিলা কর্মী তাদের পরিচর্যা করতে সদাব্রত রয়েছেন। ' চিরনবীন ' সংস্থার পারবাকসি থেকে একাধিক নানান ধরনের গাড়িতে করে এদের নিয়ে আসা হয়েছে শিক্ষা মূলক ভ্রমণে। এদের মধ্যে যারা কথা বলতে পারে, ঠিক ঠাক দেখতে শুনতে বুঝতে পারে তাদের নিজেদের মধ্যে আলোচনা করতে দেখা গেছে । দারুন আনন্দ করতে দেখা গেল । রাজ্য পর্যায়ের সংস্থা চিরনবীন এর সাধারণ সম্পাদক তন্ময় সাউ বলেন আমাদের প্রতিষ্ঠানে র মধ্যে এরা নানান ধরনের সাংস্কৃতিক ও ক্রীড়া চর্চা করে মাঝে মধ্যেই অনুষ্ঠানে উপস্থাপন প্রদর্শন করে থাকে ।

Leave a Reply

Translate »