ভোটের তারিখ এখনও অজানা, প্রার্থীর নাম ঘোষণা হতেই আগেভাগে ভোট প্রচার শুরু করলেন মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী গৌরীশংকর ঘোষ। বিজেপি প্রার্থীর নাম ঘোষণা হতেই করিমপুর , জলঙ্গির পাশাপাশি ডোমকলে চা চর্চার মধ্য দিয়ে প্রচার শুরু করলেন বিজেপি প্রার্থী। বৃহস্পতিবার সন্ধ্যায় মুর্শিদাবাদের ডোমকলে ভোট প্রচার করলেন তিনি। এরপর দলের বিজেপিমন্ডল নেতৃত্ব ও কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে চায়ের আড্ডা দিলেন মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী গৌরী শংকর ঘোষ। ডোমকল মুসলিম মধ্যসিত এলাকা হলেও ডোমকল থেকে প্রচুর পরিমাণে ভোট পাবে এবং জয় নিয়ে তিনি ১০০ শতাংশ আশাবাদী বলে জানালেন। বর্তমানে গৌরীশংকর ঘোষ মুর্শিদাবাদের, মুর্শিদাবাদ বিধানসভা কেন্দ্রের বিধায়ক। আগামী দিনের লোকসভা নির্বাচনে তার জয় নিশ্চিত বলেও তিনি জানান।