Reported By : Masud Rana
২ রা ডিসেম্বর, শুক্রবার, রানীনগর থানার পুরাতন দিঘি গ্রামে ইউসুফের বটতলা থেকে উদ্ধার হল ফেনসিডিল। রানীনগর থানার সাব ইন্সপেক্টর রঞ্জিত মণ্ডল এবং তার টিম গোপন সূত্রে খবর পেয়ে ১ তারিখ রাত্রে সেখানে পৌঁছে আটক করেন ৩ জনকে। ধৃত ওই ব্যক্তিরা হলেন গোপেন মণ্ডল (২৪) পিতা ভঞ্জন মণ্ডল, শিলাজিৎ মণ্ডল (২৫) পিতা সূর্য মণ্ডল এবং বিপ্লব মণ্ডল ওরফে নুরু (২২) পিতা জগদীশ মণ্ডল। এছাড়াও সেখান থেকে পুলিশ উদ্ধার করে ২৩০ টি ফেনসিডিলের বোতল ও ৩ টি মোবাইল।