আবারো এক পরিযায়ী শ্রমিকের মৃত্যু হলো কেরলে

আবারো এক পরিযায়ী শ্রমিকের মৃত্যু হলো কেরলে

Reported By:- Masud Rana

মুর্শিদাবাদ জেলার ডোমকল থানার ডোমকল পৌরসভার 14 নম্বর ওয়ার্ডের পুরাতন গোবিন্দপুর গ্রামের জব্বার শেখ নামে এক ব্যক্তি কেরলে তিন মাস আগে কাজে গিয়ে ছিল আর সেখানে মৃত্যু হল জব্বার সেখের সিমেন্টের গোডাউনে কাজ করতে করতে হঠাৎ করে গরম লেগে যায় জাববার অসুস্থ হয়ে পড়ে তারপরই তাকে তড়িঘড়ি করে হসপিটাল নিয়ে যায় তার পরীর ডাক্তার বাবু মৃত্যু বলে ঘোষণা করেন তারপর জব্বার শেখের বাড়িতে মৃত খবর আসে খবর পাওয়ার সঙ্গে সঙ্গে তার বাড়িতে নামে শোকের ছায়া তার মেয়েরা বাড়িতে কান্নায় ভেঙে পড়েন তার মেয়েরা জানেন তার বাবা ছাড়া আর কেউ নেই জব্বার শেখের মেয়ের বিয়ে দিয়ে পনের টাকা শোধ না করতে পারায় সে কেরালা কাজে গিয়েছিল জাব্বার শেকের আর বাড়ি ফেরা হলো না বাড়িতে আসছে ঠিকই কিন্তু তার মৃতদেহ জব্বার শেখের মৃত খবর জানার বিধায়ক জাফিকুল ইসলাম জানান কেরালা থেকে মৃত আনার ব্যবস্থা করেন এবং তার পরিবারকে আশ্বস্ত করেন যে সমস্ত সরকারি আছে তাকে দেওয়ার আশ্বাস দেন বিধায়কের এই উদ্যোগ দেখে সাধুবাদ জানিয়েছেন এলাকাবাসী

Leave a Reply

error: Content is protected !!