করণদিঘীর বিডিও কে ভি. আর. পি সংগঠনের পক্ষ থেকে বিদায় সংবর্ধনা দেওয়া হয় – G Tv { Go Fast Go Together)
করণদিঘীর বিডিও কে ভি. আর. পি সংগঠনের পক্ষ থেকে বিদায় সংবর্ধনা দেওয়া হয়

করণদিঘীর বিডিও কে ভি. আর. পি সংগঠনের পক্ষ থেকে বিদায় সংবর্ধনা দেওয়া হয়

Reported By:-  মোহাম্মদ জাকারিয়াঃ করণদিঘীঃ

উত্তর দিনাজপুর জেলার করণদিঘী ব্লকের বিডিও নিতিশ তামাং মহাশয়কে করণদিঘী ব্লক ভি. আর. পি সংগঠনের পক্ষ থেকে শনিবার বিদায় সংবর্ধনা দেওয়া হয়। আপনাদের জানিয়ে রাখি, করণদিঘী ব্লকের বর্তমান বিডিও নিতিশ তামাং তিনি কোচবিহার জেলার দিনহাটা ২ নম্বর ব্লকে ট্রান্সফার হয়েছেন। এবং উত্তর ২৪ পরগনার ব্যারাকপুর ২ নম্বর ব্লকের বর্তমান বিডিও জয়ন্ত দেবব্রত চৌধুরী ট্রান্সফার হয়ে করণদিঘী ব্লকে আসবেন। করণদিঘির বর্তমান বিডিও নীতিশ তামাং ২০২১ সালের ফেব্রুয়ারি মাসের ১২ তারিখে করণদিঘী ব্লকের আসেন। তিনি করণদিঘী ব্লকের BDO হিসেবে প্রায় দুই বছর ৯ মাসের মতো বিডিও হিসেবে দায়িত্ব পালন করেন।

জানা গেছে অন্যান্য ব্লকের বিডিওর পাশাপাশি করণদিঘির বিডিও নীতিশ তামাং তিনি অক্টোবর মাসের প্রায় শেষ দিকে করণদিঘী থেকে ট্রান্সফার হয়ে কোচবিহার জেলার দিনহাটা ২ নম্বর ব্লকে যাবেন। এবং নভেম্বর মাসের প্রথম দিকে উত্তর ২৪ পরগনার ব্যারাকপুর ২ নম্বর ব্লকের বর্তমান বিডিও জয়ন্ত দেবব্রত চৌধুরী ট্রান্সফার হয়ে করণদিঘী ব্লকে আসবেন। করণদিঘী ব্লক ভি. আর. পি সংগঠনের সূত্রে জানা গেছে করণদিঘির মাননীয় সমষ্টি উন্নয়ন আধিকারিক মহাশয়কে বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়। করণদিঘী ব্লক ভি. আর. পি সংগঠনের সভাপতি ও সুপারভাইজার মনোজ কুমার সিংহ জানান বিডিও সাহেব তিনি অত্যন্ত শ্রদ্ধের সাথে তিনি তার দায়িত্ব পালন করেছেন। এবং তিনি করণদিঘী ব্লকের প্রতিটি অঞ্চলে জনস্বার্থমূলক পরিষেবা দেওয়ার চেষ্টা করেছেন। এছাড়াও ভিআইপি সংগঠনের সভাপতি সংগঠনের পক্ষ থেকে বিডিও মহাশয় কে শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

Leave a Reply

Translate »