গোপন সূত্রে খবর পেয়ে সোমবার রাতে মুর্শিদাবাদের রাণীনগর থানার বাবনাবাদ বিচ পাড়া এলাকায় তল্লাশি চালায় রানীনগর থানার পুলিশ। ওই এলাকায় তল্লাশি চালিয়ে সন্দেহজন ২ যুবককে আটক করে তাদের কাছে তল্লাশি চালিয়ে উদ্ধার হয় ২৬৯ বোতল ফেনসিডিল, তারপরেই তাদেরকে গ্রেফতার করে পুলিশ। পুলিশ সূত্রে জানা যায় ধৃত ব্যক্তিদের নাম কাশেম শেখ, রাসেল মোল্লা। তাদের বাড়ি একজনের সাগরপাড়া থানা এলাকায়, আরেকজনের বাড়ি রানীনগর এলাকায়। মঙ্গলবার ধৃতদের সাত দিনের পুলিশ হেফাজতের আবেদন চেয়ে বহরমপুর জেলা আদালতে তোলা হয়। কোথায় থেকে ফেনসিডিল কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল আর কে বা কারা জড়িত আছে ঘটনা তদন্ত শুরু করেছে রাণীনগর থানা পুলিশ।