Reported By : News Desk
২৭ ডিসেম্বর মঙ্গলবার , নৈহাটির ইউথ অ্যাসোসিয়েশন টেবিল টেনিস অ্যাকাডেমি হলে , উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সরকারি চারুকলা কলেজের প্রাক্তন শিল্প প্রশিক্ষক কল্যাণ মুখোপাধ্যায় , ক্যালকাটা জার্নালিস্টস ক্লাবের সম্পাদক ইমন কল্যাণ সেন , সাংবাদিক সাধনা দাস বসু , সাংবাদিক অভিজিৎ ভট্টাচার্য , লাইট রিডিং ফটোগ্ৰাফি অ্যাকাডেমির সভাপতি বুদ্ধদেব অধিকারী , সম্পাদক আশিস ব্যানার্জী , আলোকচিত্রী স্বাগত সাহা প্রমুখ।