Reported By : Masud Rana৮ ই মে, সোমবার, মুর্শিদাবাদের ডোমকল কাটাকোপরা এলাকায় ইট ভাটার মালিককে প্রাণে মারার চেষ্টায় মারধরের অভিযোগ, ভাটার ম্যানেজারের শালকদের বিরুদ্ধে। স্থানীয় সূত্রে জানা যায়, লোহার রড দিয়ে মাথায় আঘাত করে ভাটার মালিক রফকুল শেখকে। ঘটনায় গুরুতর জখম হয় রফকুল এবং মাটিতে লুটিয়ে পড়ে । ঘটনায় জখম ওই ব্যক্তিকে তড়িঘড়ি স্থানীয়রা উদ্ধার করে নিয়ে আসে ডোমকল মহাকুমা হাসপাতালে।